ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘যেভাবে লিস্ট দেব সেভাবে বণ্টন করতে হবে’

‘যেভাবে লিস্ট দেব সেভাবে বণ্টন করতে হবে’

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৭:০১

চৌহালী কৃষি দপ্তরে বসেছিলেন দুই কর্মকর্তা। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি শিকদার লোকজন নিয়ে প্রবেশ করেন। তিনি কর্মকর্তাদের কীভাবে বীজ বিতরণ করতে হবে নির্দেশেনা দেন। তাঁকে বলতে শোনা যায়, ‘যেভাবে লিস্ট দেব, সেভাবেই বণ্টন করতে হবে।’

উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত বলেন, বিএনপির ওই নেতা যাই বলুন। বীজ বিতরণ হবে নিয়ম মেনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া বণ্টনের তালিকা অনুযায়ী। 

গতকাল সোমবার সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি প্রণোদনার গম বীজ ভাগবাটোয়ারা নিয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে উপজেলা বিএনপি নেতার কথোপকথনের এ-সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। গরিব ও দুস্থদের প্রণোদনার বীজ বণ্টনের আগেই ভাগবাটোয়ারারা আগাম নির্দেশনার এ ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কৃষি দপ্তরের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোবারক হোসেন বসে আছেন। এ সময় কক্ষে প্রবেশ করেন উপজেলা বিএনপির সহসভাপতি শিকদার ও তাঁর লোকজন। তখন তিনি তাদের দেওয়া লিস্ট অনুযায়ী বীজ বিতরণের নির্দেশ দেন। নির্দেশের বাইরে যাওয়া যাবে না বলে জানিয়ে দেন।

চৌহালী উপজেলা বীজ, তেল ও সার মনিটরিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু বলেন, ভাইরালকৃত ভিডিওটি নজরে এসেছে। আমরা সতর্ক হয়েছি। কৃষি দপ্তরের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।’ 

এ বিষয়ে কথা বলতে উপজেলা সহসভাপতি আনিছ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি সাড়া দেননি। খুদেবার্তা পাঠানো হলেও উত্তর দেননি। উপজেলা শাখার সভাপতি জাহিদ মোল্লাকে কল দেওয়া হয়। তিনিও ফোন ধরেননি। 

ভাইরালকৃত ভিডিওর কপি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ককে দেয়া হয়েছে।
 

আরও পড়ুন

×