চাকরি দেয়ার নামে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি, যুবক আটক
-samakal-5ee8ce4e8bc99.jpg)
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৭:৫১
ঢাকার পোশাক কারখানায় চাকরি দেয়ার লোভ দেখিয়ে রাজশাহীর গোদাগাড়ী থেকে এক তরুণীকে নিয়ে গিয়ে যৌনপল্লিতে বিক্রির অভিযোগে আলিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার তকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে আলিফকে আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ বলেছেন, চাকরি দেয়ার নামে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রাজবাড়ির দৌলদিয়া যৌনপল্লিতে ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল ওই তরুণীকে। এছাড়া আলিফ জানিয়েছেন তিনি মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। এ চক্রের আরও তিনজনের নাম জানিয়েছেন তিনি। তাদেরও আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, গত ৯ জুন গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি দেয়ার প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যান আলিফ। এরপর তাকে দৌলদিয়া যৌনপল্লিতে বিক্রি করা হয়। পরে সোমবার ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর ওই তরুণী নিজের পরিবারকে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়। পরে রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহর নির্দেশনায় গোদাগাড়ী থানা পুলিশের একটি দল আলিফকে রাতে আটক করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে আলিফের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।