সিলেট
এক ঘণ্টার মাথায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নিজেকে হিজড়া পরিচয় দিতেন রুবেল

প্রতীকী ছবি।
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫৪
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে তোলপাড় চলছে। বাসা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক ঘণ্টার মাথায় স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়।
মারা যাওয়া রুবেল আহমদ সুনামগঞ্জের তাহিরপুরের আবদুল মজিদের ছেলে। তাঁর স্ত্রী রাজনা বেগম সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার দনারাম গ্রামের আবদুল আলীর মেয়ে। সিলেট নগরীর চালিবন্দর একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন রুবেল ও রাজনা।
স্থানীয় লোকজন জানান, রুবেল আহমদ পুরুষ লোক হলেও নিজেকে হিজড়া পরিচয় দিতেন। রুবেল হিজড়ার মত চলাফেরা করতেন। এমনকি তার চলাফেরা ছিল সকল হিজড়াদের সঙ্গে। তিনি স্থানীয় হিজড়া সমিতির সদস্য বলেও জানা গেছে। তার দুটি সন্তান রয়েছে।
রুবেল আহমদের মা আলেয়া বেগম জানান, কয়েকদিন ধরে তার ছেলের বউ রাজনা বেগম জ্বরে ভুগছিলেন। সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার হাত-পায়ে তেল মালিশ করে দেন তিনি। অবস্থার অবনতি হলে সিএনজি অটোরিকশাযোগে ওসমানী হাসপাতালে আনার পথে রাজনা জ্ঞান হারিয়ে ফেলেন। তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এ সময় তার ছেলে রুবেল স্ত্রীর এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠেন। তিনিও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
রাজনা বেগমের বাবা আবদুল আলী বলেন, তার মেয়ে সুস্থ ছিল। ৩-৪ দিন আগেও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যেও কোনো বিরোধ ছিল না। রাজনার বাবার দাবি, পারিবারিক বিরোধে স্বামী-স্ত্রী দুইজনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, তাদেরকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুবেল হিজড়ার জীবন যাপন করতেন। বিষয়টি তারা তদন্ত করছেন বলেও জানান ওসি।
- বিষয় :
- রহস্যজনক মৃত্যু
- সিলেট