ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনা রোগীদের সঙ্গে ফোনে কথা বলছেন এমপি, চিঠি পাঠাচ্ছেন এসপি

করোনা রোগীদের সঙ্গে ফোনে কথা বলছেন এমপি, চিঠি পাঠাচ্ছেন এসপি

পুলিশের পক্ষ থেকে খাদ্য সমাগ্রীর পাশাপাশি উপহার হিসেবে মৌসুমি ফল দেওয়া হয় করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১০:৫৭

মাগুরায় করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাহস যোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এমপি ও জেলার পুলিশ সুপার (এসপি)। এ দুইজনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে খাদ্য সামগ্রী এবং নানা ধরনের মৌসুমী ফল। একই সাথে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে সাহস যোগাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন স্থানীয় এমপি। অপরদিকে এসপি উপহার সামগ্রীর সাথে করোনা রোগীর কাছে লিখছেন, সাহস জাগানিয়া টিঠি।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, করোনার শুরু থেকে এ পর্যন্ত স্থানীয় এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হটলাইন টিম চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগের নেতা-কমীরা। এরই ধারাবাহিকতায় হটলাইন টিমের দায়িত্বে থাকা যুবলীগ নেতা- কর্মীরা বর্তমান পরিস্থিতিতে জেলায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে-বাড়িতে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি  নানা ধরনের মৌসুমি ফল। একই সাথে এমপি সাইফুজ্জামান শিখর, মোবাইল ফোনে করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত কথা বলে তাদের সাহস যোগানোর পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন।

ফজলুর রহমান বলেন, তারা মঙ্গলবার পর্যন্ত এমপি শিখরের হট লাইন টিমের পক্ষ থেকে ২০ জন করোনা রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী ও  নানা ধরনের মৌসুমি ফল পৌঁছে দিয়েছেন। একই সাথে দিয়েছেন, মাস্ক, স্যানিটাইজার, বিস্কুট, চা, আদা, লবঙ্গ, তেজপাতা, লেবুসহ করোনা চিকিৎসায় সম্ভাব্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

মাগুরার আতরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত এসপি) তারিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোওয়ান- এর উদ্যোগে করোনাকালীন পুলিশের বিশেষ টিমের সদস্যরা মাগুরার বিভিন্ন এলাকার করোনা আক্রান্ত রোগীদের বাড়ি-বাড়ি গিয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ উপহার হিসেবে মৌসুমি ফল ও নানা খাদ্য সামগ্রী প্রদান করছেন। সেই সাথে তাদের মনোবল বাড়াতে আক্রান্ত ব্যক্তির কাছে পুলিশ সুপারের লেখা সাহস জাগানিয়া চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।

একাধিক করোনা রোগীর স্বজনদের সাথে আলাপ করে জানা গেছে , তারা এমপি ও এসপির উপহার সাগ্রী পেয়েছেন। সাথে-সাথে এমপি সাইফুজ্জামান শিখর তাদের ফোনে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। একইভাবে পুলিশ সুপার রেজওয়ান উপহার সামগ্রীর সাথে সাথে তাদের মনোবল বৃদ্ধির জন্য  টিঠি পাঠিয়েছেন। এমপি ও এসপির এ উদ্যোগকে সাধুবাদ জানান করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যরা।

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান  বলেন, করোনাকালে সারাদেশে পুলিশ সদস্যরা অগ্রভাগে থেকে কাজ করে যাচ্ছেন। মাগুরা জেলায় কর্মরত পুলিশ সদস্যরাও মানবিক এ কাজে পিছিয়ে নেই। ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে বর্তমানে খাদ্য সমাগ্রীর পাশাপাশি উপহার হিসেবে মৌসুমি ফল এবং আক্রান্ত ব্যাক্তিদের মনোবল বৃদ্ধির জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।

মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, করোনার শুরু থেকে তিনি ও তার দলের নেতা-কর্মীরা মাগুরাবাসীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছেন। পৃথক-পৃথকভাবে তিনি প্রতিটি পেশার মানুষকে সহযোগিতা করেছেন। হট লাইন টিমের সদস্যরা তার পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি-বাড়ি খাদ্য সমগ্রী উপহার হিসেবে নানা ধরনের মৌসুমী ফল পৌছে দিচ্ছেন। একই সাথে তিনি মনোবল বৃদ্ধির জন্য করোনা আক্রান্ত রোগীর ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয় জানিয়ে তিনি তাদের আশ্বস্থ করছেন।

আরও পড়ুন

×