ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গা আনোয়ারায় আটক

ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গা আনোয়ারায় আটক

ইঞ্জিনচালিত নৌকায় করে হাতিয়ার ভাসানচরের ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে যাচ্ছিল রোহিঙ্গারা

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ | ০৭:২৫

নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়া পথে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের কাছে দিয়েছেন স্থানীয়রা।
 
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকতের বিচ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা ৩ পরিবারের ২৩ জন এবং আলাদা ২জন। যাদের মধ্যে ১২ শিশু-কিশোর ৮ নারী এবং ৫ পুরুষ বলে জানিয়েছেন কোস্টগার্ডের সদস্যরা।

আলী জহুর (৩৯) নামের এক রোহিঙ্গা যুবক জানান, ২০১৭ সালে আমরা বাংলাদেশে আসি। বর্তমানে আমার ৫ মেয়ে আছে। বাংলাদেশ সরকার ওখানে আমাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে ঠিকই কিন্তু তারপরও তাতে ছেলে-মেয়েদের সব প্রয়োজন পূরণ হয় না। যার কারণে আমরা কক্সবাজার ক্যাম্পে চলে যাচ্ছি। আজ সকালে বোটে করে ভাসানচর থেকে পরিবারের সবাইকে নিয়ে চলে আসেন বলে জানান তিনি।

পারকি সমুদ্র সৈকতের স্থানীয় বাসিন্দা নুরুল আনোয়ার জানান, সকাল ৭টার দিকে কিছু লোকজন বোট থেকে নেমে পারকির চরে উঠে। জামা কাপড় ভেজা দেখে সন্দেহ হওয়ায় তাদের পরিচয় জিজ্ঞেস করা হয়। এসময় তারা স্বীকার করে যে তারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার যাচ্ছে। এসময় খবর দিয়ে রোহিঙ্গাদের কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়।

কোস্টগার্ড নরম্যান'স পয়েন্টের ইনচার্জ রাহেদুল ইসলাম জানান, থানায় এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, আটক রোহিঙ্গারা কোস্টগার্ডের তত্ত্বাবধানে আছে, কোস্টগার্ড তাদের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

আরও পড়ুন

×