এসএমপির সাবেক এডিসি সাদেক গ্রেপ্তারের পর রিমান্ডে

সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীর।
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ২১:২৬
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাইতে সিলেটে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে শেরপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। সিলেট পিবিআইর এসপি মোহাম্মদ খালেদ উজ জামান জানান, গ্রেপ্তারের পর সিলেটে নিয়ে আসা হয় সাদেককে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাদেক কাওসার দস্তগীরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে সাদেক দস্তগীরকে আদালতে আনা হলেও, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সন্ধ্যার দিকে তাঁকে হাজির করা হয় আদালতে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে সাংবাদিক তুরাবকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করেন তার ভাই আবুল হাসান আজরফ জাবুর। মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮ জনকে। আসামির তালিকায় এসএমপির অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) সাদেক দস্তগীর কাউসার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখেরও নাম আছে।
- বিষয় :
- সিলেট
- পুলিশ অফিসার
- গ্রেপ্তার
- রিমান্ড