ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সেলফি তুলতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সেলফি তুলতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

প্রতীকী ছবি।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৩২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় রেল লাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের রেল লাইনের লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাম্যর মৃত্যু হয়। সে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রেলওয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×