গালির জেরে শ্বাসরোধে নারীকে হত্যা

গ্রেপ্তার আরিফ শেখ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৭
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নারীর হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ শেখ উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। এ বিষয়ে গত শুক্রবার রাতে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন জানান, গত ১ নভেম্বর গোবিন্দপুর গ্রামের একটি লেবুবাগান থেকে সালমা আক্তার নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সালমার
বাবা সৈয়দ আলী মণ্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলার পর রাজবাড়ীর ডিবি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, আরিফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গতশুক্রবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরিফের অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার সাভার এলাকার গেন্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আরিফ সালমাকে হত্যার কথা স্বীকার করেন।
আরিফের ভাষ্য, সালমার আচার-আচরণ ছিল উগ্র স্বভাবের। সালমার বাড়ির সীমানায় থাকা রাস্তা দিয়ে কেউ চলাচল করলে তাঁকে বকাবকি করতেন। টিউবওয়েল থেকে পানি নিতে গেলেও খারাপ ব্যবহার করতেন। এসব কারণে আরিফের পরিবারে সব সময়ই অশান্তি লেগে থাকত। ঘটনার দিন সালমার বাড়ির সীমানা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালমা তাঁকে গালি দেন।
পাল্টাপাল্টি গালাগালের এক পর্যায়ে তিনি (আরিফ) সালমার গলা চেপে ধরে অজ্ঞান করেন। পরে সালমার গলায় থাকা ওড়না দিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করতে লেবুগাছের সঙ্গে পেঁচিয়ে দেন। গ্রেপ্তার আরিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সালমা হত্যাকাণ্ডের পর পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করে। তালাকপ্রাপ্ত হওয়ায় মামলা-মোকদ্দমার কারণে হত্যা হয়েছে, নাকি সালমার সম্পত্তি আত্মসাতের জন্য তাঁকে হত্যা করা হয়েছে– এসব বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছিল। কিন্তু কোনোভাবেই ক্লু পাওয়া যায়নি। হঠাৎ তারা জানতে পারেন, ওই এলাকায় আরিফ নামে একজন দীর্ঘদিন ধরে নেই। বিষয়টি তারা আমলে নেন। আরিফের স্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে জানা যায়, ঘটনার এক দিন আগে তিনি বাড়ি থেকে চলে গেছেন। পুলিশ তদন্ত করে জানতে পারে, হত্যাকাণ্ডের দিনও আরিফ এলাকায় ছিলেন। হত্যার পর থেকে তিনি এলাকায় নেই। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নারীকে হত্যা