মুছে ফেলা হলো ‘জয় বাংলা’

নওগাঁয় রং স্প্রে করে গ্রাফিতির ওপর লেখা জয় বাংলা মুছে ফেলা হচ্ছে সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৯
নওগাঁয় জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আঁকা গ্রাফিতি রাতের আঁধারে মুছে জয় বাংলা লিখে রাখা হয়। সেই লেখা আবার রং স্প্রে করে মুছে ফেলা হয়েছে।
সোমবার দুপুরে স্প্রে পেইন্ট ব্যবহার করে লেখাগুলো মুছে দেওয়া হয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব সামিউল ইসলাম পারভেজ, শ্রমিক দল নওগাঁ সদর থানার সভাপতি আরিফুল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, অনেক প্রাণের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়। আহত হয়েছেন অসংখ্য মানুষ। আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এসব হতাহতের ঘটনা স্মৃতিচিহ্ন হিসেবে রং-তুলি দিয়ে নওগাঁ শহরের দেয়ালে দেয়ালে ছবি, গ্রাফিতি ও লেখনীতে তুলে ধরে ছাত্র-জনতা। গত দু’দিন থেকে নওগাঁ শহরের কেডির মোড় ও মুক্তির মোড়সহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকা ছিল, সেখানে ‘জয় বাংলা’ লিখে রাখা হয়েছে। ফেসবুকে এ দৃশ্য ছড়িয়ে পড়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা এ কাজ করেছে। জয় বাংলা কায়েম করার এ চেষ্টা সফল হবে না। ছাত্রলীগ আর কখনোই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না।
- বিষয় :
- গ্রাফিতি