ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত অনুভূত

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত অনুভূত

ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০:১৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৭

পৌষের শুরুতেই উত্তরের জনপদ পঞ্চগড়ে চলছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাতে। কনকনে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে।

এদিন সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে সূর্য উঠেছে। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।

চা বাগানে কাজ করা তারা মিয়া ও জামাল হোসেন সমকালকে বলেন, আগের থেকে শীত কমে গেছে। তবে খুব ঠান্ডা অনুভূত হয় গভীর রাত থেকে ভোর পর্যন্ত। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে শীত কমে যায়।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, উত্তরের এই জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন

×