ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাইক ভাড়া করে চোরকে গালাগাল

মাইক ভাড়া করে চোরকে গালাগাল

অটোরিকশা চালক হৃদয় মিয়া

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:১৬

অটোরিকশা চালক হৃদয় মিয়ার (২৮) গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন। মাইক ভাড়া করে এলাকায় ঘুরে ঘুরে অজ্ঞাত চোরকে গালাগাল করে মনের জ্বালা মিটিয়েছেন তিনি। 

মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরাণগাঁও গ্রামের হৃদয় মিয়ার গালাগাল করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  

ভিডিওটিতে দেখা যায়, তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চোরকে উদ্দেশ্য করে গালাগাল করছেন। 

জানা যায়, গালাগাল করা হৃদয় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে। গত শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাঁর ঘর থেকে অটোরিকশার ব্যাটারি চুরি হয়।

হৃদয় মিয়া জানান, শনিবার রাতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে তার মায়ের ঘরের সুকেসে রাখেন ব্যাটারিটি। তার মা অন্য ঘরে টিভি দেখতে গেলে চোর দরজা খুলে ব্যাটারিটি নিয়ে যায়। হৃদয় বলেন, আমি গরিব মানুষ অন্যের গাড়ি ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুইদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন সাড়ে চার’শ টাকা আটোরিকশার হাজিরা দিতে হয় মহাজনকে। 

হৃদয়ের মা অরুনা বেগম বলেন, হৃদয়ের বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। 

মানিকদী চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, সকালে হৃদয় পাগলের মতো এসে মাইক ভাড়া চায়। প্রথমে আমি দিতে চাইনি, পরে তার পিড়াপিড়ির কারণে মাইক ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে। 

গাড়ির মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার গাড়ি চালায়, দৈনিক সাড়ে চার’শ টাকা ভাড়া দেয়। চুরির ঘটনাটি শুনেছি কিন্তু আমার পক্ষে তো তেমন কিছু করার নেই। আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মকুফ করতে পারি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×