তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ বিএনপির কমিটি বিলুপ্ত

ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২১:৫২
অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হবে।
কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির কয়েকটি গ্রুপের নেতাকর্মী।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলা বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিরুদ্ধে ৩১টি অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় দপ্তরে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করার সুপারিশ করে। সেই আলোকে কেন্দ্রীয় বিএনপির জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। জেলা বিএনপির সভাপতি মুহম্মদ গিয়াস উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মসূচি পালন করে ৬২টি মামলার আসামি হলেও সাধারণ সম্পাদক নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে কেন্দ্রীয় বিএনপি জেলা কমিটিতে সক্রিয়া নেতাদের আনতে চায়। একইভাবে মহানগর বিএনপির বর্তমান কমিটির বিরুদ্ধেও মামলা বাণিজ্য, দোকান দখল, জমি দখল, ব্যবসায়ী নেতার কাছে চাঁদা দাবি, ফুটপাথে চাঁদাবাজির বিষয়ে ২৫টি অভিযোগ জমা পড়েছে। যদিও মহানগর বিএনপির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, দল যা মনে করেছে সেই আলোকে সিদ্ধান্ত নিয়েছে। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল তিনি।
বিলুপ্ত কমিটির সভাপতি মুহম্মদ গিয়াস উদ্দিন বলেন, কমিটি ভাঙা-গড়া একটি চলমান প্রক্রিয়া। দল যখন যে সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোত্তম।
২০২২ সালের ১০ নভেম্বর কেন্দ্র থেকে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ২০২৩ সালের ১৭ জুন গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।
- বিষয় :
- বিএনপি
- তদন্ত কমিটি
- বিলুপ্ত
- নারায়ণগঞ্জ