ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বুয়েট শিক্ষার্থী নিহতের মামলায় রিমান্ড শেষে জেলে ৩ আসামি

বুয়েট শিক্ষার্থী নিহতের মামলায় রিমান্ড শেষে জেলে ৩ আসামি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ০০:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রাস্তায় গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর কাইয়ুম বলেন, সড়ক পরিবহন আইনে গ্রেপ্তার মুবিন আল মামুন, তাঁর বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই তিন আসামির ডোপ টেস্ট করানো হলে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন ও তাঁর বন্ধু মিরাজুল করিম মাদক ও অ্যালকোহল গ্রহণ করেছেন বলে প্রমাণ মেলে।

গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তাঁর দুই বন্ধু। হঠাৎ তাদের চাপা দেয় সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুনের গাড়ি। এতে নিহত হন মাসুদ। গুরুতর আহত হন তাঁর দুই বন্ধু মেহেদী হাসান ও অমিত সাহা। আহতরা ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন।

মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-মামুনের ছেলে। মুবিন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।

আরও পড়ুন

×