ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৬

বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরামপুর থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওই আসামির নাম সুজন সরকার (৩০)। তিনি বিরামপুরের চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। 

বিরামপুর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, সুজন সরকারের নামে জয়পুরহাট থানায় ২০২০ সালের জুলাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় পলাতক ছিলেন আসামি। জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত সম্প্রতি সুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিরামপুর থানা পুলিশ ও র‌্যাব-১৩ বুধবার গভীর রাতে কাটলা এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


 

আরও পড়ুন

×