গরু চোর সন্দেহে ৪ যুবককে গণপিটুনি

.
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ০০:০০
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গরু চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনায় ওই চার যুবকের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিক্শা পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে নবীপুর এলাকা থেকে ১১টি গরু চুরি হওয়ার পর স্থানীয়রা পালাক্রমে রাত জেগে এলাকা ভিত্তিক গরু পাহারা দিয়ে থাকেন। বৃহস্পতিবার রাত তিনটার সময় তারা পাহারা দেওয়ার সময় দুটি মোটরসাইকেল ও একটি অটোরিক্শা দিয়ে ১০-১২ জন লোক রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় গ্রামে গরুচোর ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলেন স্থানীয়রা এবং চারজনকে ধরে গণপিটুনি দেয় এবং তাদের দুইটি মোটরসাইকেল ও অটোরিক্শায় আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় চার যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
গণপিটুনির শিকার যুবকরা হলেন- তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলাম জুয়েল (৩০), উত্তর খামের গ্রামের রমজান আলীর ছেলে সবুজ মিয়া (২৮), তরগাঁও দক্ষিণপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (৩২) ও কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৪২)।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, সম্প্রতি ওই এলাকায় গরু চুরির ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। গণপিটুনিতে আহতদের দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন আর বাকি দুইজনকে থানায় আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি গরুচুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- কাপাসিয়া