ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আদালতে তোলার সময় ছাত্রলীগ নেতাকে মারধর ও ডিম নিক্ষেপ

আদালতে তোলার সময় ছাত্রলীগ নেতাকে মারধর ও ডিম নিক্ষেপ

ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৭

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা এবং জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে তোলার সময় মারধর ও ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সজলকে গতকাল শুক্রবার রাতে মোংলার খাসেরডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে থেকেই সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। সজলকে পুলিশের গাড়ি থেকে নামানোর পর ডিম নিক্ষেপ এবং মারধর করে তারা। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রকিবুল ইসলাম ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আবারও তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর আলম জানান, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় জোড়া হত্যা, রূপসা থানায় মারামারি, খালিশপুর থানায় বিএনপি কার্যালয় ভাঙচুরের তিনটি, খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানায় বিএনপি নেতাকর্মীদের মারধরের দুটি মামলা রয়েছে। সে নগরীর ধর্মসভা এলাকার বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে। তার বিরুদ্ধে গত জুলাই-আগস্টে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

×