ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধর্মঘটে অচল খুলনা নদী বন্দর

ধর্মঘটে অচল খুলনা নদী বন্দর

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫০

খুলনায় অব্যাহত রয়েছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। লাইটারেজ জাহাজ বা কার্গোতে করে খুলনা থেকে রপ্তানিযোগ্য পণ্য মোংলা বন্দরে নেওয়া সম্ভব হচ্ছে না। একইভাবে আমদানি করা বিভিন্ন পণ্য মোংলা বন্দর থেকে খুলনা বা নওয়াপাড়ায় আনা যাচ্ছে না। এছাড়া অভ্যন্তরীণ অন্যান্য রুটেও মালামাল পরিবহন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা নদী বন্দর এলাকায় মিছিল করেন নৌযান শ্রমিকরা। খুলনা নগরীর শিপইয়ার্ড থেকে ৭নং ঘাট পর্যন্ত রূপসা ও ভৈরব নদীতে বন্ধ রয়েছে ২ শতাধিক নৌযান চলাচল। কার্গো ও লাইটারেজ জাহাজগুলো নদীতে নোঙর করে থাকলেও সেগুলোতে মালামাল বোঝাই ও খালাস হচ্ছে না। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনা নদী বন্দর।

তবে যাত্রী ও পর্যটকবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×