ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নারীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল: সেই ওসি ক্লোজড

বিভাগীয় তদন্ত কমিটি গঠন

নারীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল: সেই ওসি ক্লোজড

ওসি পায়েল হোসেন। ছবি: সংগৃহীত

যশোর অফিস

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৮

কর্মস্থলে যোগদানের পর বেপরোয়া হয়ে ওঠা যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেনকে ক্লোজড করা হয়েছে। এ থানায় মাত্র দেড় মাসের কর্মজীবনে তিনি বহু বির্তকিত কর্মকাণ্ডে  জড়িত হওয়ায় আজ রোববার তাকে ক্লোজড করা হয়। একই সঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি।

যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, পায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। বিভিন্ন সমালোচিত কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামি পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ওসি হিসেবে যোগদানের মাত্র দেড় মাসের মধ্যে টর্চার সেল, রিমান্ড বাণিজ্য, ঘুষবাণিজ্য, অপরাধীদের পক্ষ নিয়ে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন পায়েল। সর্বশেষ গত শনিবার রাতে এক নারীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গিতে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া চৌগাছা থানার ওসির হিসেবে যোগদানের পর থেকেই টাকার জন্য মরিয়া হয়ে ওঠেন পায়েল। টাকার দাবিতে একাধিক বিএনপি নেতা ও বাস মালিক সমিতির কর্মকর্তাসহ বিভিন্ন নিরিহ ব্যক্তিদের 'টর্চার সেলে' আটকে রেখে নির্যাতন ও হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার ছড়িয়ে পড়া ৫ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি পায়েল কখনো অন্য একটি মোবাইলে কথা বলছেন, আবার কখনো হাসতে হাসতে ওই নারীকে বিভিন্নভাবে অশালীন ইঙ্গিত দিচ্ছেন। একপর্যায়ে নিজের পুরো শরীর প্রদর্শন করতেও দেখা যায় তাকে।  

তবে ওসি পায়েল বলেন, তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, তদন্ত কমিটিকে আগামি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সত্যতা মিললে চাকুরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলতি বছরের ১৭ নভেম্বর পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। থানায় যোগদানের পর থেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

আরও পড়ুন

×