ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

র‌্যাবের পোশাকে ব্যাংকের টাকা ছিনতাই, গ্রেপ্তার ১১

র‌্যাবের পোশাকে ব্যাংকের টাকা ছিনতাই, গ্রেপ্তার ১১

ছবি: সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৭

র‌্যাবের পোশাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্‌-বাংলা ব্যাংকের সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনি ও রোববার বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ছিনতাই করা অর্থের কিছু অংশ, র‌্যাবের পোশাক, হাতকড়া, খেলনা পিস্তল ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে। ১২ ডিসেম্বর সন্ধ্যায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা, একই গ্রামের বাচ্চু মিয়া ও রবিউল করিম, মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের আফজল মিয়া উজ্জল, ঝালকাঠির নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মো. জয়, চাঁদপুরের মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের সুমন মিয়া, শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মো. সুমন, পিরোজপুরের মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের শাহাদত হোসেন, জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপাড়ার মো. আপেল, পাবনার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের মোস্তফা কামাল জয়। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যায় উল্লাপাড়ায় ডাচ্‌-বাংলা ব্যাংক এজেন্ট শাখার কর্মী মামুনুর রশিদ ও জোনায়েদ রহমান মিরাজ সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে লাহিড়ী মোহনপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। ওই সময় টাকাসহ তাদের মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। আর মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। রাত ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুলের অদূরে হাত-পা-চোখ বেঁধে ব্যাংকের ওই দুই কর্মীকে রাস্তায় ফেলে পালায় ছিনতাইকারীরা। এ ঘটনায় পরদিন উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়। 

তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যদের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ডাচ্‌-বাংলা ব্যাংকের অর্থ ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 

আরও পড়ুন

×