ভরণপোষণ দাবি করায় মাকে মারধর, ছেলে গ্রেফতার

গ্রেফতার মোফাজ্জল হোসেন -সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ১২:৩৪
নারায়ণগঞ্জের বন্দরে ভরণপোষণ দাবি করায় বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামগড় এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার রাতে বৃদ্ধা হুসনে আরা বেগম বাদি হয়ে বন্দর থানায় ছেলের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেন। মোফাজ্জল হোসেন ধামগড় ইউনিয়নের মৃত হাজী সোনা মেম্বারের ছেলে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃদ্ধার কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে নিয়েও ছেলে মোফাজ্জল মায়ের ভরণপোষণ করছিলেন না। ভরণপোষণ চাইলে উল্টো গত মঙ্গলবার মাকে মারধর করেন তিনি। এতে মোফাজ্জলের স্ত্রী নিশু বানু তার স্বামীকে সহায়তা করেন এবং শাশুড়ির গলা চেপে ধরেন। এ ঘটনায় মামলা দায়ের হলে মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী নিশু বানুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মাকে মারধর