চার দিন ধরে দেখা নেই সূর্যের, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশায় বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন। ছবি: সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | ১৪:৪৯ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ | ১৪:৪৯
ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে থমকে দাঁড়িয়েছে উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নিদারুন কষ্টে রয়েছেন ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী তীরবর্তী চরাঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
জেলায় গত কয়েকদিন ধরেই শীত পড়ছে। ঠান্ডার কবল থেকে বাঁচতে খড়কুটোয় আগুন দিয়ে একটু স্বস্তি খুঁজছেন অনেকে।
কৃষিশ্রমিক এরশাদ আলী বলেন, ঠান্ডা ও কুয়াশার কারণে রাত ও সকালের দিকে তাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় রাতে ও সকালে বাড়িতে খড়কুটোয় আগুন ধরিয়ে বাঁচার চেষ্টা করছেন তারা।
ব্রহ্মপুত্র নদের অববাহিকায় চর এলাকার দিনমজুর আলী আব্বাস বলেন, শীত আসলেই আমাদের কষ্ট বাড়ে। ঠান্ডার কারণে সকালে বাইরে বেরোতে পারি না। শীতের কাপড় নাই, তাই আগুনের তাপই সম্বল।
দিনমজুর মোখলেছুর রহমান বলেন, কনকনে ঠান্ডা উপেক্ষা করে ফসলের মাঠে কাজ করলেও মাঠে বেশিক্ষণ থাকা যায় না। ঠান্ডা খুব কষ্ট দেয়। ঘরের বাইরে না বেরোলো খাবার জুটবে না তাই এই শীতেও বাইরে যেতে হয়।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সকালে গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাত থেকেই চারদিক কুয়াশায় ঢাকা থাকছে এবং গত চারদিন ধরে সূর্যের দেখা মিলছে না।