ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে ১৩৬ প্রজাতির ফুল নিয়ে উৎসব

চট্টগ্রামে ১৩৬ প্রজাতির ফুল নিয়ে উৎসব

মাসব্যাপী ফুল উৎসবের জন্য প্রস্তুত চট্টগ্রামের ডিসি পার্ক। শুক্রবার তোলা সমকাল

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | ২৩:২৭

চট্টগ্রামের ডিসি পার্কে আজ শনিবার শুরু হবে মাসব্যাপী ফুল উৎসব। ২০২৩ সালের উৎসবে ১২৩ প্রজাতির ফুল ছিল। এবার তৃতীয় উৎসবে ১৩৬ প্রজাতির ফুল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
এরই মধ্যে টিউলিপ, গোলাপসহ প্রায় সব রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। লাল, হলুদের পাশাপাশি সাদা ও গোলাপি ফুলের সমারোহও উপভোগ করা যাবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আজ শুরু হয়ে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম ফুল উৎসব। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব, বই উৎসব, ভিআর গেম, ভায়োলিন শো, পুতুল নাচ, ২৪ থেকে ২৫ জানুয়ারি মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, ৩১ জানুয়ারি ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, ১৭ থেকে ২৩ জানুয়ারি পিঠা উৎসব, ১০ থেকে ১১ জানুয়ারি লেজার লাইট শো ও ১ থেকে ২ ফেব্রুয়ারি মুভি শো। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকেল 
৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
১৯৪ একর এলাকাজুড়ে গড়ে ওঠা ডিসি পার্কে তিনটি বিশাল আয়তনের পুকুর রয়েছে। আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাঁটাচলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগানসহ শিশুদের খেলার মাঠ। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কমকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মেলায় প্রবেশের জন্য এবার ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২০ টাকা বেশি। মেলা প্রাঙ্গণে টিকিট কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন

×