ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা-বাংলাদেশ ছাত্রলীগ’ লেখায় সড়ক অবরোধ

বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা-বাংলাদেশ ছাত্রলীগ’ লেখায় সড়ক অবরোধ

প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২০:৪৫

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রতিষ্ঠানের দেয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাংকনের ওপর ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার প্রতিবাদে রোববার এ কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে সমবেত হয়। এ সময় জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। ফলে সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন বাসযাত্রী, ট্রাকচালকসহ পথচারীরা। ঘণ্টাখানেক পর পাঁচবিবি থানার ওসি কাওসার আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। পরে তারা বিদ্যালয়ে ফিরে যায়। এর পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয় মো. আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক, আল মাহামুদ সানি। তাদের ভাষ্য, বিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের শিল্পকর্ম আঁকিয়েছে। তার ওপর রাতে ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার সাহস পায় কী করে!

৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীর খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানায় তারা। অন্যথায় ফের কর্মসূচির ঘোষণা দেবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×