রাজবাড়ীতে রেললাইনের পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ

প্রতীকী ছবি।
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৪:৩৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৪:৪৫
রাজবাড়ীতে রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশনের অদূরে থেকে লাশটি উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ভোরের আলো ফুটে ওঠার পর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে ফেরার পথে রেললাইনের পাশে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন নিহত বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি। সে ভবঘুরে ধরনের ছিল। বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য সিআইডি পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা এসে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করতে পারলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নাহলে ময়নাতদন্তের পর আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
- বিষয় :
- রাজবাড়ী
- বৃদ্ধের মৃত্যু