আলোচনা সভায় সিরাজুল ইসলাম চৌধুরী
আজীবন জনগণের জন্য যুদ্ধ করেছেন ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন
সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:২৪ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৪৭
জীবনের শেষ দিন পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী জনগণের জন্য যুদ্ধ করেছেন বলে জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠান গড়ে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা করে গেছেন। প্রতিটি প্রতিষ্ঠানে জনগণকে সম্পৃক্ত করেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন সিরাজুল ইসলাম।
তিনি আরও বলেন, ইচ্ছা করলে ডা. জাফরুল্লাহ অনেক বড় সার্জন ও বিত্তবান হতে পারতেন। কিন্তু তা না করে আজীবন তিনি সাধারণ মানুষের জন্য যুদ্ধ করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহুমুখী প্রতিভাবান মানুষটিকে নিয়ে গবেষণা করতে হবে। তাঁর কাজকে মূল্যায়ন ও আদর্শকে অনুধাবন করতে হবে।
সভাপতির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বিকল্প চিন্তার মানুষ ছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন, গরিবের উন্নয়ন না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সারাজীবন হতদরিদ্র ও পশ্চাৎপদ মানুষের উন্নয়নে কাজ করেছেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, ছেলে বারিশ চৌধুরী, মেয়ে বৃষ্টি চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন।