ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাহাড় ঢালু করে কেটে কলাম বসানোর পরিকল্পনা

পাহাড় ঢালু করে কেটে কলাম বসানোর পরিকল্পনা

ছবি: ফাইল

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণে পাহাড় কাটার অভিযোগ বিষয়ে মুখ খুললেন সংশ্লিষ্টরা। হাসপাতালের পরিচালক তসলিম উদ্দীন বলেন, প্রকল্পটি বাস্তবায়নে কোনো অন্যায় কাজ করা হবে না। ভৌত অবকাঠামোগত কাজের আগে ঝুঁকিপূর্ণ পাহাড়কে ঢালু আকারে কেটে চীনা প্রযুক্তির সাহায্যে কলাম বসানো হবে। এটি করা গেলে ভবিষ্যতে পাহাড়ধসের শঙ্কা কমে আসবে।

গতকাল বুধবার চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিচালক।

গত ৩ ডিসেম্বর সমকালের শেষ পাতায় ‘চট্টগ্রামের বার্ন ইউনিট এখনও আষাঢ়ে গল্প’– শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত ১০ বছরে বার্ন ইউনিটের গোঁয়াছি বাগানের ‘একই স্থান’ অন্তত ৩০ বার পরিদর্শন করেন একাধিক মন্ত্রী-এমপি, চীনসহ স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের একাধিক প্রতিনিধি দল। ফলাফল শূন্য থাকলেও পরিদর্শনের নামে গচ্ছা গেছে কোটি টাকা।

প্রতিবেদন নজরে আসার পর সংশ্লিষ্টরা নড়েচড়ে বসে। গতকাল সভায় তসলিম উদ্দীন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে সে অনুযায়ী কাজ হবে।’ 

তিনি বলেন, ‘প্রকল্পের মেয়াদ দুই বছর। চীনের ৯ সদস্যের একটি দল চট্টগ্রামে এসেছে। তারা আমাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানটি পরিদর্শন করেছেন।


সভায় চীনের প্রতিনিধি দলের প্রধান মে ইইউ চ্যাং বলেন, ‘পাহাড় দেখে মনে হয়েছে, ভবন হলে জায়গাটি নিরাপদ হবে না। কারণ, ভবনের বেইজ করার সময় পাহাড়ধসের শঙ্কা রয়েছে। প্রকৌশলীরা সয়েল নেইলিং প্রযুক্তির মাধ্যমে পাহাড় ড্রেসিং করে কলাম বসিয়ে কাজ করবেন।’

পরিবেশবাদী সংগঠন বেলা চট্টগ্রামের মাঠ কর্মকর্তা ফারমিন এলাহী বলেন, ‘বার্ন ইউনিট নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব পর্যালোচনা বা ইআইএ না থাকায় আমরা অবাক হয়েছি।’

আরও পড়ুন

×