ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

থানা থেকে পালাল হত্যা মামলার আসামি, ওসির বিজ্ঞপ্তি

থানা থেকে পালাল হত্যা মামলার আসামি, ওসির বিজ্ঞপ্তি

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ১২:০০

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি হৃদয় শেখ (২৫) নামের এক যুবক পালিয়েছেন। বুধবার মুকসুদপুর থানা থেকে তিনি পালিয়ে যান। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

হৃদয় শেখ মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

থানা থেকে আসামি পালানোর বিষয়টি বুধবার সন্ধ্যার পর জানাজানি হয়। এরপর মুকসুদপুর থানার ওসি রাত ১০টার দিকে বিজ্ঞপ্তি দেন।

জানা গেছে, ২০২৪ সালে আকাশ মাতুব্বরকে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছরের ৮ মার্চ মামলা হয়। হৃদয় শেখকে ২নং আসামি করেন বাদি। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা-পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়। সেখান থেকে তিনি সকাল সাড়ে ৮টার দিকে পালিয়ে যান। 

হত্যাকাণ্ডের শিকার আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে। 

মামলার বাদি শাহা আলম মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়। ৭ মার্চ মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় এ হত্যা মামলায় ২নং আসামি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে থানা থেকে কি করে আসামি পালাল?’  

মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলবেন না বলে জানান।

মুকসুদপুর থানার ওসি বলেন, হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে থানা থেকে তি পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আরও পড়ুন

×