ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেঁতুলিয়ায় তাপমাত্রা বাড়লেও কমেনি কুয়াশার দাপট

তেঁতুলিয়ায় তাপমাত্রা বাড়লেও কমেনি কুয়াশার দাপট

বেলা বাড়লেও কমেনি কুয়াশার দাপট। ছবি-সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১১:৪০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১২:৪৭

মাঘের প্রথম সপ্তাহে পাহাড়ি হিম বাতাসে কাঁপছে উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বেলা বাড়লেও কমেনি কুয়াশার দাপট। কনকনে শীতের কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুদিন ধরে একই তাপমাত্রা চলমান আছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শুক্রবার সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি, শনিবার ১১ দশমিক ৮ ডিগ্রি, রোববার ৭ দশমিক ৯ ডিগ্রি, সোমবার ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  

উপজেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা নেমেছে জেলাজুড়ে। মঙ্গলবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×