ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন, দেখা মেলেনি সূর্যের

শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন, দেখা মেলেনি সূর্যের

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১০:০৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ | ১০:০৮

শীতে জবুথবু পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মানুষ। জেলাসহ উপজেলায় গত ৭২ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি কুয়াশা সঙ্গে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।

শনিবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। 

এমন আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্পআয়ের শ্রমজীবীরা। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলায় সূর্যের উত্তাপ না থাকায় কনকনে শীতে জবুথবু অবস্থা বিরাজ করছে সর্বত্র।

ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, তিনদিন ধরে সূর্যের দেখা নেই। খুব ঠান্ডা, ভ্যানগাড়ি চালানো খুবই কষ্টকর। এই ঠান্ডায় ভ্যানগাড়িতে যাত্রী উঠতে চায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।

উপজেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত তিনদিন ধরে এ জেলাসহ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজ শনিবার ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×