তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে তীর-ধনুক নিয়ে গাইবান্ধা শহরে শনিবার বিক্ষোভ মিছিল করা হয় সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২৩:২২
গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা, লুটপাট ও হত্যা মামলায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সম্প্রতি ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে তীর-ধনুকসহ ফেস্টুন নিয়ে সাঁওতালরা অংশ নেন।
২০১৬ সালের ঘটনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ১০ বছরেও হত্যার বিচার হয়নি। নির্যাতনের শিকার সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে বাড়িতে আক্রমণ করছে।
বক্তারা আরও বলেন, শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকাণ্ডের পর থমাস হেমব্রম ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু বিচার হওয়া তো দূরের কথা, মূল আসামিদের কেউই গ্রেপ্তার হয়নি। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে সাঁওতালদের বসবাসকৃত ১ হাজার ৮৪২ একর পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার ব্যাপারেও অগ্রগতি হয়নি।
রাজাবিরাট এলাকায় আদিবাসী সাঁওতাল পল্লির ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন বক্তারা। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল প্রমুখ।
- বিষয় :
- বিচারের দাবি