ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মধ্যরাতে ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড়

মধ্যরাতে ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড়

ঈশ্বরদীর স্টেশন রোডে ফুটপাতে শুক্রবার রাতে গরম কাপড় কিনতে মানুষের ভিড় সমকাল

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২৩:২৫

পাবনার ঈশ্বরদীতে সপ্তাহজুড়ে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। গরম কাপড় বিক্রিও বেড়ে গেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে শহরের স্টেশন রোডের ফুটপাতে সাধারণ মানুষ ছুটছেন কম দামে শীতের কাপড় কিনতে।
শুক্রবার মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতে অনেকে পুরোনো গরম কাপড় নিয়ে বসেছেন বিক্রি করতে। মধ্যরাত পর্যন্ত নিম্ন আয়ের মানুষ এসব কিনে নিয়ে যাচ্ছেন।
চালক আলমগীর হোসেন রিকশা থামিয়ে ১৭০ টাকায় একটি পুরোনো জ্যাকেট কিনে নেন। তিনি বলেন, ‘রাতে রিকশা চালানো কঠিন হয়ে গেছে। এখান থেকে পুরোনো জ্যাকেট কিনলাম।’ 
শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছিলেন পশ্চিম টেংরি এলাকার সহিদুল ইসলাম। দরাদরি করে ৪৮০ টাকায় তিনি নিজের এবং সন্তানের জন্য কাপড় কিনে নেন।
ঢাকা থেকে গাঁইট ধরে পুরোনো সোয়েটার, জ্যাকেটসহ গরম কাপড় কিনে এনে বাছাই শেষে ফুটপাতে বিক্রি করেন দোকানি মজিবুল হক। গড়ে ১০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে এসব পোশাক। আরেক বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, পৌষের শুরু থেকে বিক্রি মোটামুটি হচ্ছিল। গত ৮-১০ দিনে শীতের তীব্রতা বাড়ায় বিক্রিও বেড়েছে।
গত বৃহস্পতিবার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পরে শুক্রবার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, প্রতিদিনই হিমেল বাতাসের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে গেছে। শনিবারও তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১০ ডিগ্রিতে ওঠানামা করছে।
 

আরও পড়ুন

×