ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুড়িগ্রামে রেলে ভোগান্তি, ট্রেন কখন আসবে জানে না কর্তৃপক্ষ

কুড়িগ্রামে রেলে ভোগান্তি, ট্রেন কখন আসবে জানে না কর্তৃপক্ষ

কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১২:৪৪

সারা দেশে ট্রেন স্টাফদের কর্মবিরতির প্রভাব পড়েছে কুড়িগ্রামে। গন্তব্যে যেতে সকাল থেকে স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছেন যাত্রীরা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ অলস সময় কাটাচ্ছেন। তবে কখন ট্রেন আসবে জানে না রেল কর্তৃপক্ষ। ফলে ট্রেন যাত্রা নিয়ে দুশ্চিন্তায় আছেন অবস্থানরত যাত্রীরা।

জানা গেছে, গোটা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারীরা। ফলে ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করেন ট্রেনচালক, গার্ড ও টিকিট চেকাররা।

কুড়িগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রাতের ট্রেন সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। অনলাইনে বা কাউন্টারে টিকিট কেনা যাত্রীরা সকালে ট্রেনের আশায় স্টেশনে এসে ফিরে গেছেন। আবার অনেকে এখনও ট্রেনের আশায় বসে আছেন। স্টেশনের প্লাটফর্ম ফাঁকা পড়ে আছে।

ঢাকার যাত্রী ইউনুস আলী বলেন, সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি। ৯টা পার হলেও এখনও রাতের ট্রেন আসেনি।

আরেক যাত্রী সুমাইয়া খাতুন বলেন, আজ সকালে নাটোর যাওয়ার কথা ছিল। ট্রেন না আসায় টিকিট ফেরত দিলাম। এখন বাসে করে যেতে হবে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. বাবলু জানান, ট্রেন ৭টার দিকে আসার কথা থাকলেও আসেনি। অনেক যাত্রী ট্রেন বন্ধের খবরে চলে গেছেন। কেউ অপেক্ষায় আছেন। তবে যারা ট্রেনের টিকেট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন

×