ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গফরগাঁওয়ে মদপানে ৩ যুবকের মৃত্যু

গফরগাঁওয়ে মদপানে ৩ যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৩২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৪৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে তিন যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মাসুদ (৩৭) নামের এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে এবং সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।     

গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এনিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।    

নিহতরা হলেন- মদিপাড়া গ্রামের আ. রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই এলাকার তামাদিপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আ. জলিল (৪৮) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৮)।

বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন মাসুদ মৃত নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে ঢাকার ইব্রাহীমপুর থেকে তার খালাত ভাই মৃত আ. জলিলের বাড়ি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মদিপাড়া এলাকায় বেড়াতে আসে। এ সময় সে একটি হুইস্কি জাতীয় মদের বোতল সঙ্গে নিয়ে আসে। রাতে জলিলের ঘরে বসে ৪-৫ বন্ধু মিলে এই মদ পান করলে সবাই অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনায় গতকাল বুধবার দিনভর তারা বমি করতে থাকলে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের লোকেরা বিষয়টি টের পেয়ে বুধবার রাতে জলিল, নিজাম ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৪টার দিকে জলিল ও নিজাম মারা যায়।    

এ ঘটনায় অসুস্থ সুমন মিয়া নামের আরও একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ হোসাইন। তিনি জানান, হাসপাতালে সুমন মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

আরও পড়ুন

×