ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি

গুঁড়িয়ে দেওয়া হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি

এক্সকাভেটর দিয়ে নগরীর উপশহরের তিনতলা বাড়িটি ভেঙে ফেলা হয়। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:২৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে একটি এক্সকাভেটর দিয়ে নগরীর উপশহরের তিনতলা বাড়িটি ভেঙে ফেলা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক্সকাভেটর দিয়ে একদল লোক বাড়িটি ভাঙতে থাকে। বাড়ির সামনের অংশ ভেঙে তারা ফিরে যায়। আজ শুক্রবার সকালে বাড়ির সামনে অনেক কৌতুহলী মানুষের উপস্থিতি দেখা যায়। 

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। সেদিনই এ বাড়িতে হামলা করে দরজা জানালা ও ইট খুলে নিয়ে যায় ছাত্র-জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। 

এরপর থেকে পোড়া দালানটি দাঁড়িয়ে ছিল। একই রাতে নগরীর ডালাস নামের একটি আবাসিক হোটেল এবং উপশহরের আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন

×