ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 

ছবি- সমকাল প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:১০

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ নভেম্বর উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন নতুন বাজার এলাকায় বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু কর্মী বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

ডিবি পুলিশ ওই মামলার তদন্তের অংশ হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার  দেখায় এবং রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়। উক্ত মামলার তদন্তের ভিত্তিতে ডিবি পুলিশ সন্দেহভাজন হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

×