ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:২৩

নারায়ণগঞ্জে উৎপল রায় (৬২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টানবাজারের সাহাপাড়া এলাকার শংকর সাহার ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার কর হয়। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত উৎপল রায়ের দুই ছেলেসন্তানের একজন প্রবাসে থাকেন। অন্য ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক। তার বাসায় কাজ করেন বন্দর এলাকার এক নারী গৃহপরিচারিকা। সোমবার সন্ধ্যার পর ওই নারী বাসায় ঢোকেন। রাত ৯টার মধ্যে তিনি বের হয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। 

জানা যায়, নিহত উৎপল রায় আন্তর্জাতিক শিশু সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া ডিরেক্টর জিনাত আরা আফরোজ জানান, নিহত উৎপল রায় কখনোই সেভ দ্য চিলড্রেন এ কর্মরত বা এর সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না।

 

 

আরও পড়ুন

×