মোংলা
ইউএনও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটি

ইউএনও-এর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:২৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫০
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের প্রত্যাহার দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে পালিত হয় এই কর্মসূচি। এ সময় তারা ইউএনওকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দেয়। দ্রুত সময়ের মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে ঘেরাওসহ অন্যান্য কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে বুধবার সন্ধ্যায় বিএনপি বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনকারী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার সকালে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন উপজেলার চারটি ইউপির চেয়ারম্যান। তারা সবাই আওয়ামী লীগের নেতা। এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায়ই বিক্ষোভ মিছিল করেন মোংলা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা ইউএনওর অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।
এ বিষয়ে মোংলার ইউএনও আফিয়া শারমিন বলেন, বুধবার সকালে তাঁর কার্যালয়ে সামাজিক বনায়নবিষয়ক সভা হয়। এতে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল ছাড়াও উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নানও অংশ নেন। এখন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।