দরজায় তালা দিয়ে সবাই ওয়াজ মাহফিলে, ঘরে পুড়ে অঙ্গার শিশু আইরিন

প্রতীকী ছবি
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৩৯
ঘুমন্ত নাতনিকে ঘরে রেখে দরজায় তালা লাগিয়ে সপরিবারে গিয়েছিলেন ওয়াজ মাহফিলে। ফিরে এসে দেখেন ঘর নেই, নাতনিও নেই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব পশ্চিমপাড়া গ্রামে। ঘরে আগুন লেগে পুড়ে অঙ্গার হয়ে গেছে চার বছরের শিশু আইরিন আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গ্রামের আব্দুল হান্নান ঘরে ঘুমন্ত নাতনিকে রেখে দরজায় তালা দিয়ে পরিবারের অন্যদের নিয়ে ওয়াজ মাহফিলের পাশে নিজের চায়ের দোকানে যান। অন্যরা ছিলেন মাহফিলে। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাড়িতে আগুন লেগে চারটি টিনশেড ঘরসহ সবকিছু পুড়ে যায়।
এ সময় পুড়ে মারা যায় ঘরে থাকা আইরিন আক্তারও (৪)। খবর পেয়ে হান্নানসহ পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন, তাদের ঘরও নেই, আইরিনও নেই। শিশু আইরিন উপজেলার উমর মজিদ ইউনিয়নের গলাকাটা গ্রামের আল-আমিনের মেয়ে।
রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, অগ্নিকাণ্ডে চারটি ঘর, অন্যান্য সামগ্রীসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আইরিন নামে শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে।
- বিষয় :
- আগুন
- আগুনে পুড়ে মৃত্যু
- রাজারহাট
- কুড়িগ্রাম