ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করল র‌্যাব

ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করল র‌্যাব

ল্যাংড়া তালেব

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৫

হবিগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে ডাকাতদলের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

আবু তালেব চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। 
 
শনিবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে খুন, ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরির ১৮টি, অস্ত্রআইনে ২টি, ডাকাতির ৪টি, মাদকের ২টিসহ ২৬টি মামলা আছে। এসব মামলা আদালতে তদন্তধীন ও বিচারাধীন রয়েছে। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ নভেম্বর ল্যাংড়া তালেবকে চার সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তখন তার কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ওই সময় সংবাদ সম্মেলনে তৎকালীন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ল্যাংড়া তালেবের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় গাড়ি চুরি করে আসছে। তারা আবার মালিককে টাকার বিনিময়ে গাড়ি ফেরতও দেয়। 

আরও পড়ুন

×