দর্শনায় চিনিকল এলাকায় ফের বোমাসদৃশ বস্তু উদ্ধার

তিনদিনের ব্যবধানে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ছবি: সমকাল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:২৪
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুজ চিনিকল এলাকা থেকে তিনদিনের ব্যবধানে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এবার একই স্থানে চারটি বোমাসদৃশ বস্তুর সন্ধান মিলেছে।
রোববার দুপুর ২টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী জয়নাল আবেদীন নফরের আনন্দবাজারস্থ সংগঠন কার্যালয়ের পেছন থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চিনিকল পল্লীতে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেরুজ ক্লাবের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাজশাহী-৫ র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম এসে তা নিস্ক্রিয় করে।
এদিকে কেরুজ চিনিকল এলাকায় একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ায় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার নেতৃত্বে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ, দর্শনা থানা পুলিশ, চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও কেরুজ নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে তল্লাশি দল গঠন করা হয়েছে।
- বিষয় :
- বোমাসদৃশ বস্তু
- দামুড়হুদা
- চুয়াডাঙ্গা