কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজার সৈকত পরিষ্কার করছেন একজন স্বেচ্ছাসেবী। ছবি: সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:২৪
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এদিন সকাল ১০টায় কক্সবাজার শহরের কলাতলী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।
কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াছমিন চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান প্রমুখ। পরে স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে সৈকত পরিষ্কার করে। অভিযানে স্বেচ্ছাসেবীরা প্ল্যাস্টিক বোতল, কাগজ, প্যাকেট এবং অন্যান্য ময়লা জড়ো করে সেগুলো পুনর্ব্যবহারযোগ্য জায়গায় সরিয়ে ফেলে।
ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান বলেন, এই অভিযানটির মূল উদ্দেশ্য সৈকতকে ময়লা, আবর্জনা ও প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করা, যেন ভবিষ্যতে এটি আরও পরিবেশবান্ধব এবং পর্যটকদের জন্য উপযোগী থাকে।