ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেনের ধাক্কায় ক্ষেতে ছিটকে পড়ল বিয়ের গাড়ি

ট্রেনের ধাক্কায় ক্ষেতে ছিটকে পড়ল বিয়ের গাড়ি

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়েছে বিয়ের অনুষ্ঠানের একটি গাড়ি। মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন শাহ মালুম (র.) মাজার এলাকায় সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৪৪

ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন শাহ মালুম (র.) মাজারের পাশের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়েছে বিয়ের অনুষ্ঠানের একটি প্রাইভেটকার। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় কারটি দুমড়েমুচড়ে যায় ও ছিটকে গিয়ে ধানক্ষেতে পড়ে। কারটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। চালক হোসেন আহমদ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ওই এলাকা পার হওয়ার কয়েক মিনিট আগে প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কারটি রেললাইনে ওঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক বারবার সেটিকে সচল করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। 
জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রেলক্রসিংয়ে গেটম্যান নেই। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক আহত হয়েছেন।

আরও পড়ুন

×