ববিতে উপাচার্যবিরোধী আন্দোলন
প্রক্টরিয়াল বডির পাঁচজনের পদত্যাগ গোপন রেখে তিনজনকে অব্যাহতি

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৪২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যবিরোধী আন্দোলনে চাপের মুখে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির পাঁচজন পদত্যাগ করেছেন। তবে তিন দিন আগে দেওয়া পদত্যাগপত্র গোপন রেখে বুধবার তিনজনকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে ববি প্রশাসন। পাশাপাশি সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, আলমগীর হোসেন এবং আব্দুল্লাহ আহমেদ ফয়সাল রোববার ভিসি বরাবর পদত্যাগপত্র দেন। বুধবার রফিকুল, সাইফুল এবং ইলিয়াসকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফয়সাল মাহমুদ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শূন্যপদে ড. সোনিয়া খান ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন।
পদত্যাগী সহকারী প্রক্টর ইতিহাস বিভাগের প্রভাষক মো. ইলিয়াস হোসেন বিকেলে জানান, প্রক্টর এবং তিনিসহ চার সহকারী প্রক্টর রোববার একসঙ্গে পদত্যাগপত্র দিয়েছেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। কেন সবাই পদত্যাগ করলেন এ প্রসঙ্গে তিনি বলেন, অন্যরা কেন পদত্যাগ করেছেন তা তারা বলবেন।
আরেক সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম জানান, তিনি শুনেছেন যে, তাঁকে অব্যাহতি দিয়েছে। তবে পদত্যাগের বিষয়ে তিনি এখনই মন্তব্য করতে চাননি। অব্যাহতি দেওয়া প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, প্রশাসন তাঁকে যে কোনো কারণে অব্যাহতি দিতে পারে। তবে তিনি পদত্যাগ করেছেন কিনা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
আরেক সহকারী প্রক্টর আলমগীর হোসেন জানান, তিনি ১৭ ফেব্রুয়ারি থেকে বাড়িতে আছেন। উপাচার্য তিনজনকে অব্যাহতি দিয়েছে বলে শুনেছেন। সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক দিক থেকে আমরা অনেক কিছু ভাবি। এ বিষয়টি ফোনে নয় সামনে এসে বলব।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আগের প্রক্টর কিংবা সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে কোনো বক্তব্য দেননি।
- বিষয় :
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- পদত্যাগ