ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নিহত নিজাম হাওলাদার। ছবি: সংগৃহীত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৩৩

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নে নিখোঁজের ২২দিন পর নিজাম হাওলাদার (৩২) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি তদন্ত আশ্রাফ আলী। তবে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্টের কথা জানিয়েছে পুলিশ।

নিহত নিজাম হাওলাদার ওই এলাকার মৃত আব্দুল সালাম হাওলাদারের ছেলে। নিজাম নিখোঁজের পরদিন তাঁর পরিবার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম জানান, মিজান আমার অটো গাড়ি ভাড়ায় চালাতো। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফিরে আসেনি।আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এলাকাবাসী জানান, রায়াপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে ছিন্নভিন্ন অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×