ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার, পালাল শিকারিরা

হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার, পালাল শিকারিরা

ছবি: সমকাল

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৩৬

খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে একটি নৌকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

নৌকার ভেতর মাংস ফেলে হরিণ শিকারিরা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

বন বিভাগ জানায়, গোপন সংবাদে জানা যায় সুন্দরবন থেকে হরিণ শিকার করে কপোতাক্ষ নদ দিয়ে লোকালয়ে ফিরছে শিকারিরা।

বিষয়টি কোস্টগার্ডকে জানানোর পর যৌথ অভিযান চালানো হয়। বনবিভাগের ট্রলার নৌকার কাছাকাছি পৌঁছালে শিকারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে মাছ রাখার ড্রামে হরিণের মাংস পাওয়া যায়।

বন বিভাগের কোবাদক স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া শিকারিদের চিহ্নিত করতে এলাকার মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×