ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিসির কাছে যুগ্মসচিব পরিচয় দিয়ে ধরা

ডিসির কাছে যুগ্মসচিব পরিচয় দিয়ে ধরা

প্রতারক আশরাফ আলী -সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৮:৪১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৮:৪৩

টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট সুখময় সরকার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরাতরা হলেন- দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ভুয়া যুগ্মসচিব আশরাফ আলী এবং গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর খইবাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুমিন আকন্দ। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, প্রতারক আশরাফ আলী নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সঙ্গে দেখা করতে চান। গণশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারিদের সন্দেহ হয়। পরে তারা তাকে বসতে বললে তিনি আরও উত্তেজিত হয়ে যান। এক পর্যায়ে গোপনীয় শাখার কর্মচারিদের হুমকি-ধমকি দেন তিনি। পরে জোরপূর্বক জেলা প্রশাসকের কক্ষে ঢুকে অসংলগ্ন আচরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি পুলিশ ডাকেন। পরে বাইরে অবস্থানরত তার সহযোগীকেও গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে আশরাফ পুলিশের কাছে বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরির কথা বলে তিনি টাকা নেন। তারা গত তিন মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে গিয়েছেন। বিভিন্ন দপ্তরে একেক পরিচয় দেন। কখনও যুগ্মসচিব, কখনও বিচারপতির ভাই, আবার কখনও রাজনৈতিক নেতার এপিএস পরিচয়ে চলতো তাদের প্রতারণা।

আরও পড়ুন

×