বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪৪
কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা এলাকায় অবরোধ করা হয়। এতে মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা পোশাক কারখানাটির মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত জানালে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, হাঁড়িখোলা এলাকার ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছেন না কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদাসহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া খোরশেদ আলম বলেন, ‘এখন কারখানা লাভজনক পর্যায়ে থাকলেও কেন শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ, বকেয়া থাকবে কেন?’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সমকালকে জানান, বকেয়া বেতনের দাবিতে ডেনিম কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন তারা। মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। ৪০ মিনিটের মতো মহাসড়কে ছিলেন তারা।
- বিষয় :
- কুমিল্লা
- বকেয়া বেতন
- সড়ক অবরোধ