ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খুলনায় চাপাতি দিয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় চাপাতি দিয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫ | ০০:৩২

খুলনার রূপসা উপজেলার সেনেরবাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আরিফ নামে এক মাংস বিক্রেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনায় শাহীন নামে আরেকজন মাংস বিক্রেতা আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, খুলনা সদরের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ আরেক মাংস বিক্রেতা শাহীনকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সেনেরবাজারে রুবেলের মাংসের দোকানে যান। আরিফ অনেক দিন ধরে রুবেলের কাছে পাইকারি মাংস বিক্রি করতেন। এ বাবদ রুবেলের কাছে তার আড়াই লাখ টাকা পাওনা রয়েছে।

পাওনা টাকা চাওয়া নিয়ে আরিফের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল ও তার সহযোগিরা চাপাতি দিয়ে কুপিয়ে আরিফ ও শাহীনকে আহত করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর আরিফকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলে হাসপাতাল ও শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আরিফ মারা যান।

আরও পড়ুন

×