ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে টাকা ও ফোন চুরি

গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে টাকা ও ফোন চুরি

ছবি: প্রতীকী

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০১ মার্চ ২০২৫ | ২১:০৯

জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পৌর এলাকার বিহারপুর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ সিএনজিচলিত অটোরিকশাচালক মহসিন আলীর স্ত্রী মাসুদা (৫০)। গলায় জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গলায় যন্ত্রণা অনুভূত হলে তাঁর ঘুম ভাঙে বলে জানান ভুক্তভোগী গৃহবধূ। তাঁর স্বামী মহসিন ঢাকায় থাকেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের টিনের দরজা বন্ধ করে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ মাসুদা। রাত ১২টার দিকে গলায় যন্ত্রণা অনুভব হলে ঘুম ভাঙে তাঁর।

এ সময় গৃহবধূ দেখতে পান, তাঁর গলা দিয়ে রক্ত পড়ছে, পুরো ঘর লণ্ডভণ্ড। তাঁর চিৎকারে পাশের ঘর থেকে মেয়ে, তাঁর জামাই ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর ঘর থেকে ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

আহত গৃহবধূর মেয়ের জামাই সাদ্দাম বলেন, ‘আমার শাশুড়ির চিৎকার শুনে গিয়ে দেখি, তাঁর গলা দিয়ে রক্ত ঝরছে। সামনের কিছু মাটি সরিয়ে দরজা খোলা হয়েছে, এমনটি মনে হচ্ছে। শাশুড়ির মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা চুরি হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×