ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ট্রেন। ফাইল ছবি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১১:০৯ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১১:৩৯
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে ত্রিশালের ধলা ও আউলিয়া নগরের মাঝামাঝি আসলে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও আশা করেন।
- বিষয় :
- ট্রেনে আগুন
- ময়মনসিংহ